• সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

দজ্জাল: ইসলামী পরিপ্রেক্ষিতে এক ভয়ংকর ফিতনার চিত্র

ভারতীয় ইসলামি সম্পাদক / ১৩ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

লেখক: মাওলানা আজিজুর রহমান আল জালীলি

ভূমিকা:-

ইসলামের দৃষ্টিতে কিয়ামতের পূর্বে সংঘটিত হওয়া বৃহৎ ফিতনাগুলোর মধ্যে সর্বাপেক্ষা ভয়াবহ ও বিভ্রান্তিকর ফিতনার নাম—মাসীহুদ দজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার জন্য সর্বদা তাঁর উম্মতকে উপদেশ দিতেন। তাঁর আগমন হবে মানবতার জন্য একটি কঠিন পরীক্ষা ও চ্যালেঞ্জ।
দজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য
নাম: মাসীহুদ দজ্জাল (মিথ্যাবাদী খ্রিস্ট)
চোখ: একটি চোখ অন্ধ থাকবে (ডান চোখ), অন্য চোখ আঙ্গুরের মতো ফোলা হবে।
চেহারা: কপালে “كَافِر” (কাফির) লেখা থাকবে, যা মুমিনদের চোখে পড়বে।
দেহ: মোটা শরীর, কোঁকড়ানো চুল ও লালচে বর্ণ।
দজ্জালের শক্তি ও ফিতনা
দজ্জাল মানুষকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য অলৌকিক শক্তি নিয়ে আসবে:
বৃষ্টি ঝরাতে পারবে।
মৃতকে জীবিত করার ভান করবে।
জান্নাত-জাহান্নামের মতো জিনিস প্রদর্শন করবে।
যারা তার অনুসরণ করবে, তারা দুনিয়াবি শান্তি ও আরাম পাবে; কিন্তু আখিরাতে চিরনাশ হবে।
দজ্জালের আগমন ও অবস্থানকাল

উৎপত্তি: প্রাচ্যের খোরাসান অঞ্চল।
সহচর: ৭০ হাজার ইহুদি।
সময়কাল: ৪০ দিন:
১ম দিন = ১ বছর
২য় দিন = ১ মাস
৩য় দিন = ১ সপ্তাহ
বাকি দিনগুলো সাধারণ দিনের মতো।
মুমিনদের করণীয় ও বাঁচার উপায়:-
সুরা কাহফের প্রথম ও শেষ ১০ আয়াত মুখস্থ রাখা ও পাঠ করা।
রাসূল (সা.)-এর শিক্ষা অনুযায়ী দোয়া পাঠ করা:
> اللهم إني أعوذ بك من عذاب جهنم، ومن عذاب القبر، ومن فتنة المحيا والممات، ومن شر فتنة المسيح الدجال

ঈমানকে দৃঢ় করা, দ্বীনি জ্ঞান অর্জন করা এবং নিজের পরিবার ও সমাজকে সচেতন করা।
দজ্জালের মৃত্যু:-
দজ্জালের অবসান ঘটাবেন ঈসা (আ.), যিনি আকাশ থেকে আগমন করবেন এবং লুদ দরওয়াজায় তাকে হত্যা করবেন।
উপসংহার:-
দজ্জাল এক বাস্তব ফিতনার নাম। আজকের দিনে আমাদের কর্তব্য হলো এ সম্পর্কে জানা, ঈমান রক্ষা করা, এবং সমাজে সচেতনতা তৈরি করা। আল্লাহ আমাদের সকলকে দজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন।
আমীন।
লেখক পরিচিতি:-
মাওলানা আজিজুর রহমান আল জালীলি
আসাম রাজ্যের শ্রীভূমি( করিমগঞ্জ) জেলার অন্তর্গত বদরপুর থানার এংলার বাজার ইউনিয়নের অন্তর্গত ছামালা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী শিক্ষায় সুপ্রতিষ্ঠিত, লেখালেখি ও সমাজসেবায় সক্রিয়। সমাজে ইসলামি মূল্যবোধ ও সঠিক আকীদা প্রচারে নিবেদিতপ্রাণ এক আলেম। তার লেখনীতে থাকে সহজ ভাষায় গভীর বিষয় ব্যাখ্যার দারুণ ক্ষমতা, যা পাঠকদের অন্তরে ছাপ ফেলে। এবং উনি মাই লাইফ কুরআন ফাউন্ডেশন আসাম এই এনজিওর সম্পাদক হিসেবে আছে তারপর বাংলাদেশের সময়ের ভাবনা এই এনজিওর ইসলামিক সম্পাদক হিসেবে নিযুক্ত আছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd