তুমি পর্যবেক্ষক হলে আমার
ওয়েফাংশন ভেঙে পড়ে,
একটি অবস্থায় আটকে যাই—
হয় প্রাণ, নয়তো শূন্য গড়ে।
শ্রোডিঙারের বিড়ালের
মতোই দ্বিধায় বিভোর,
তবু তোমার চোখের সামনে
আমি চিরকালের জন্য নির্ভর।
সম্ভাবনার মেঘে ভাসতাম,
তুমি এলে সত্য হয়ে,
কোয়ান্টাম কোলাপ্সের ঝড়ে
গেল সব ছদ্মবেশ মুছে।
এখন শুধু এক বিন্দু—
তোমার মধ্যে আমার অস্তিত্ব,
প্রেমের পরিমাপ যেন
অনন্তের একমাত্র স্থিত।
চাঁদের কপালে লেখা
আছে নক্ষত্রের রাশি,
আকাশের ডায়েরি খুলে পড়ি
আমি নিঃশ্বাসে ভাসি।
ধূমকেতুর লেজে
বেঁধে দিই অশ্রুর ফোঁটা,
মহাজাগতিক ধুলোয়
মিশে যায় মানবতার কোটা।
অন্ধকারে আলোর
শিকড় গজায় অদৃশ্যে,
সময় যেন বালির ঘড়ি—
অসীমের শিসে।
জীবন যদি হয় শুধু এক
ফর্মালিনে ডুবানো তারা,
তবুও এ ক্ষণটিকে কবিতার
মালায় গাঁথি বারবার।