কলমে- আফজাল হোসেন
‘মা দিবসের উদ্দোক্তা কে?
দাওনা তার পরিচয়টা?
সে তো বুঝি পায়নি কভু,
মায়ের স্নেহ ভালবাসা?
‘মায়ের কোনো দিবস হয়না,
হয় না দিনক্ষণ;
বছরে একবার “মা দিবস” মানে,
মাকে ভীষণ অপমান!
প্রতি সেকেন্ড, প্রতি মিনিট,
প্রতি ঘন্টায়, ঘণ্টায়;
যে মায়ের স্নেহের পরশে,
হৃদয় শীতল হয়।
সেই মাকে তবে কেন,
দিবস দিয়ে স্বরণ?
“মা দিবস” মানে হলো
দুধে -পানির মিশ্রন!
সন্তানের জন্যে সবার সেরা,
মায়ের বিকল্প মা;
মায়ের স্নেহ ,ভালবাসার
হয়না কোনো তুলনা?
মা-বাবাকে তারিখের ফ্লেমে
যায়না বেঁধে রাখা;
এমন দিবস করেছে যারা,
তারা ভীষণ বোকা।