(গ্রীষ্ম এলো রে)
গ্রীষ্ম এলো গ্রীষ্ম এলো,
রোদে ঝলমলে,
আমের গন্ধ চারদিকে
মিষ্টি কথা বলে।
তাল-লিচু পাকে বনে,
কোকিল গায় গান,
ছুটির মজা, দাদুর বাড়ি —
খুশির নেই মান!
ঘাম ঝরে, গরম পড়ে,
খাই ঠান্ডা জল,
তালশাঁস, ডাব, আইসক্রিম —
মজার কি কলকল!
ছাতা হাতে বেড়াই সবাই,
রোদটা খুব খারাপ,
তবু গ্রীষ্ম মানেই খুশির রঙে
রাঙা প্রতিটা ছাপ।
(বৃষ্টিতে খোকনের সকাল)
খোকন জাগে ভোরের তালে,
স্কুলে যাবে খুশির হালে।
হঠাৎ মেঘের ডাকে,
বৃষ্টি নামে টুপটাপে।
ছাতা নেই, ভিজল পায়ে,
মা বলে,“খোকা, একটু আয়তো ধীরে।”
বৃষ্টির ঝাপটা ডালে ডালে,
খোকন হাসে ফোঁকলা দাঁতে।