বন্ধু সুখের সাথী
বন্ধু সে তো সুখের সাথী
দুখের আঁধার তারা,
শব্দসুখে পথের সাথী
মরুর ঝরণা ধারা।
বন্ধু মানে রাতের আকাশ
মেঘলা দিনের আলো,
সুখে দুঃখে যে পাশে থাকে
সে তো ভীষণ ভালো।
বন্ধু মানেই তো ঝুম বৃষ্টি
দক্ষিণ হিমেল হাওয়া,
বন্ধু মানেই অল্প খাবার
দুজন মিলে খাওয়া।
বন্ধু মানে নিরব কান্না
মিষ্টি চাঁদের হাসি,
হয়নি বলা বন্ধু তোমায়
অনেক ভালোবাসি।
বন্ধু
বন্ধু হলো ভরসার হাত
বন্ধু অতি আপন ,
বন্ধু হলো ভালোবাসার
অতি মায়ার বাঁধন।
বন্ধু মানে সুখ দুঃখে
তাল মিলিয়ে চলা,
বন্ধু হলো মন খারাপে
হাসির কথা বলা।
বন্ধু হলো গল্প করা
মাঠের কোনে বসে,
বন্ধু মানে নানান ঢংয়ে
দিন কেটে যায় হেসে।
বন্ধু হলো স্বার্থ ছাড়া
দারুণ এক জুটি,
বন্ধু হলো মুক্তমনা
নেই’ কো কোন ত্রুটি।
প্রিয় অভিমানী বন্ধু
কতদিন হয় তোমার সাথে
হয়না আমার কথা,
পাহাড় সমান দুঃখ গুলো
দেয় যে ভীষণ ব্যাথা।
জানি বন্ধু রাগ করেছো
করেছো অভিমান,
আমার প্রতি নাই কি তোমার
একটু খানি টান?
হঠাৎ কেন দূরে গেলে
আমায় দিয়ে ফাঁকি,
আসবে ধারে বলবে কথা
সেই আসাতেই থাকি।