সাবিত রিজওয়ান
তাই নাই হায়,
চাই, চাই আরো চাই।
অন্ন-বস্ত্র, অস্ত্র, চাই অর্থ,
মনুষ্যত্বের স্বাদ না পেলে এই জীবন ব্যর্থ।
ঠেলি কিন্তু টানি না,
তাইতো উপরে উঠতে পারি না।
আমরা সবে বেড়ি
হামেশা বলি দেরি,
ভাঙ্গিনা অন্যায়ের কারাগার
হচ্ছে সব আধার ধইরাছে আমাদের ডর।
হইছে জগৎ ফতুর,
ডিম পেয়েছি ভিতুর।
কে গরিব, কে ধনি
কে নির্গন ফের কে গুণী!
এক আল্লাহর সৃষ্টি সবে,
এত ব্যবধান কেন তবে।