কলমে: মীর ফয়সাল নোমান
ভালোবাসি আমি তোমায়—
কি পরিমাণ ভালোবাসি জানো তুমি?
অনেক, অনেক ভালোবাসি।
তুমি কেবল বুঝতে চাও না,
আমি তোমায় কতটা ভালোবাসি!
এত কাছে থেকেও
আমি যেন তোমার থেকে হাজার গুণ দূরে।
ভালোবাসি… ভালোবাসি… অনেক ভালোবাসি!
তোমাকে কতটা ভালোবাসি
তা বলে বোঝাতে পারব না।
জানি, আমার ভালোবাসা একতরফা,
তারপরও আমি তোমায় ভালোবাসি।
এ যেন এক—
অদ্ভুত ভালোবাসা।