কলমে: মোঃ তায়েফ
বলেছিল সে ভালোবাসি
করেছিল সে আপার নাটক,
রেখে ছিল হতে হতে
খাকব দুজন দুজনের পাশি।
দিয়েঝিল আপার মায়
ভুলে গেছে সে মায়,
চলেগেছে বহুদূর।
আছিত আমি সেই নগরে
তহার আপেক্ষায় ,
নিয়ন আলোর শহরে।
আলো আধারে খুঁজে তোময়,
হারিয়ে নজেকে অন্ধকারে।
আলোর নগরে অধারে চলি
খুজি তোমার একা ,
সঙ্গী আমার পথের আলো।
চলেছি আমি অন্ধকারে
তোমারে পাওয়ার জন্য।