রকিবুল ইসলাম
পোশাক শ্রমিক ভাই,
মোরা পোশাক শ্রমিক ভাই।
কর্মযজ্ঞ ঠিকই আছে,
মজুরী যে নাই।
পোশাক শ্রমিক ভাই
মোরা পোশাক শ্রমিক ভাই।
কাজ করি মোরা
আছে ক্ষুধার তাড়না।
রুটি, রুজির তাগিদে
মালিক পক্ষ সবে
দেয়না ন্যায্য পাওনা।
নিয়ম আছে, রীতি আছে,
বাস্তবায়ন তার নাই।
পোশাক শ্রমিক আমরা সবে
অনাহারী আজ তাই।
পোশাক শ্রমিক ভাই
মোরা পোশাক শ্রমিক ভাই।
দিন বদলের পালাতেও মোদের
দুঃখের সীমা নাই।